ব্লগ
"কল্যানকর" এবং "বঞ্চিত"

ডাঃ তানজিনা রহমান
৩০ মে, ২০২৪

২৮৪৩

০
ইবলিশ যখন হাওয়া এবং আদম আ: কে প্রলুদ্ধ করছিল, আল্লাহ তা'লা যা করতে নিষেধ করেছিলেন তা সম্পাদন করতে বলছিল, আপাত দৃষ্টিতে সেই কাজটিকে, সেই মূহুর্তে আদম আ: এর কিন্তু নিজের জন্য "কল্যানকর"ই মনে হয়েছে।
প্রকৃতপক্ষে কাজটি কি "কল্যানকর" ছিল?
বরং তা ছিল আল্লাহর বিরুদ্ধচারণ! নিজেদের জন্য চরম অপমানজনক এবং চরম ভাবে অকল্যানকর! অথচ আদম আ: সেই সময়ে জান্নাতে বসে থেকেও সেটি ধরতে পারলেন না।
কারণ আদম আ: কে ইবলিশ ক্রমাগতই বুঝিয়ে যাচ্ছিল যে তাকে "কল্যান বঞ্চিত" রাখা হচ্ছে। তার এও বোঝা উচিৎ স্বয়ং আল্লাহ তা'লাই তাকে কল্যান থেকে বঞ্চিত রাখতে চাইছেন! তিনিই চান না আদম আরও ভাল থাকুক! আল্লাহ তা'লা নন বরং ইবলিশ তার অনেক বড় well-wisher! তাই আল্লাহর কথা না শুনে ইবলিশের কথা শোনা আদমের জন্য আরও অনেক বেশী রহমতের কারণ হতে পারে।
লক্ষ্য করুন, ইবলিশ আদমের মনে এমন ভাবে হিংসা, সংশয়, সন্দেহ সৃষ্টি করল তিনি ভুলেই গেলেন আল্লাহ তা'লার অনুগ্রহের কথা, তাকে দেয়া সম্মানের কথা!
একপর্যায়ে তিনি ইবলিশের কথায় কনভিন্সড হয়ে বিদ্রোহী হয়ে উঠলেন। তিনি আর "বঞ্চিত" থাকতে চাইলেন না। একর্ডিং টু ইবলিশ যা "সঠিক" তিনি সেই সিদ্ধান্ত নিয়ে ফেললেন।
এবং অঘটন ঘটে যাবার পর বুঝলেন যা করেছেন তা আসলে ভুল ছিল! আফসোস! জান্নাতে বসেও ইবলিশ আদম আ: কে "ম্যানেজ" করে ফেলতে সক্ষম হল।
লক্ষ্য করলাম এই "বঞ্চিত" শব্দটি দিয়েই ইবলিশ এখনও ঘরে ঘরে প্রবেশ করছে। মহিলারা আজকাল "কল্যান বঞ্চিত" থাকতে চায় না বলে বেরিয়ে আসছে।
ঠিক বিবি হাওয়াকে বোঝানোর মত করেই তাদেরকেও বোঝানো হচ্ছে,
"তোমাকে বঞ্চিত করা হচ্ছে ব্রিলিয়ান্ট ইয়াং লেইডি, ঘর সামলে নিজের ক্যালিবার নষ্ট করছ? গেট আপ! নিজের হক্ক আদায় কর! ক্যারিয়ার কর! দুনিয়া তোমার পায়ের নীচে থাকবে, তোমার হাসবেন্ড তোমার ওয়েল উইশার নয়, কামাই থাকলে জামাই লাগে না ডিয়ার"
তারাও আদম হাওয়ার মতই ভুল করছে। ঘর ছেড়ে নেমে আসছে ইবলিশের দেখানো "কল্যানের রাস্তায়"!
কেউ যখন কোন কাজের ভেতর "কল্যান" দেখান, তার কথা না শুনলে "কল্যান বঞ্চিত" হবেন এমন জোর দাবী করতে চান, অথচ আপনি দেখছেন সেই কাজের ভেতর কুরআন সুন্নাহর কোন ছায়াই নেই, সাহাবারা করেছিলেন এমন প্রমানও পাওয়া যাচ্ছে না, তখন অবশ্যই আদি পিতার অবস্থাটা স্মরণ করবেন। তিনি জান্নাতে বসে ধোঁকা খেয়েছেন আর আপনি আছেন দুনিয়ায়!
ভাবছিলাম "কল্যান"এবং"বঞ্চিত" শব্দ দুটি নিয়ে।
মোরাল অফ দা স্টোরি----
এই শব্দ দুটি কানে এলে সতর্ক হয়ে যান।
বার্তাটি ইবলিশের পক্ষ থেকে আসছে না তো?ডায়মন্ড পার্স্পেক্টিভ থেকে বিষয়টি নিয়ে ভাবুন।
মনে রাখবেন, আল্লাহ তা'লার দেখানো কল্যানের পথ জান্নাতের দিকে নিয়ে যায়। আর ইবলিশের দেখানো "কল্যানের" পথ যায় জাহান্নামের দিকে।
কাজেই "কল্যান" শুনলেই লাফিয়ে পড়বেন না!
কেউ "তুমি বঞ্চিত" বললেই নিজেকে বঞ্চিত, লাঞ্ছিত
ভাববেন না, বরং, তাকেই নিজের জীবনে অবাঞ্ছিত ভাবুন।
রিপোস্ট